মেট্রোরেলে এক স্টেশন থেকে আরেকটিতে যেতে ভাড়া যত

মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

বৃহস্পতিবার ডিটিসিএর এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ডিসেম্বরে মেট্রোরেলের যে অংশ প্রথমে চালু হবে, সেই উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মেট্রোরেলের (এমআরটি-৬) পল্লবী স্টেশন থেকে মিরপুর-১১, মিরপুর ১০ ও কাজীপাড়ার ভাড়া ২০ টাকা। শেওড়াপাড়া ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর-১১ নম্বর থেকে দিয়াবাড়ি ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরা সাউথ ও সেন্টারের ভাড়া ২০ টাকা। মিরপুর-১০ থেকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার ভাড়া ২০ টাকা। আগারগাঁওয়ের ভাড়াও ২০ টাকা। দিয়াবাড়ির ভাড়া ৪০ টাকা।

সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের আগেই জানিয়েছিলেন, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। সর্বোচ্চ ১০০ টাকা। তবে ১০০ টাকার পথ পাড়ি দেওয়ার সুযোগ এ বছর নেই। আগামী বছরের ডিসেম্বরে আগারগাঁও থেকে কমলাপুর অংশ চালু হবে আশা করা হচ্ছে।

ডিটিসিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিয়াবাড়ি থেকে মতিঝিল ও কমলাপুরের ভাড়া ১০০ টাকা। টিএসসি ও সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। কাওরানবাজার ও শাহবাগের ভাড়া ৮০ টাকা। ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। আগারগাঁওয়ের মতো বিজয় সরণিরও ভাড়া ৬০ টাকা।

দিয়াবাড়ি, উত্তরা সেন্টার ও সাউথ স্টেশনের আশপাশের এলাকা বসতি নেই এখনো। এমআরটি ৬-এর এই প্রথম তিন স্টেশন বাদে বাকি ১৪টিতে যাত্রীর চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে। পল্লবী থেকে বিজয় সরণির ভাড়া ৪০ টাকা। ফার্মগেটের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১১ থেকে ফার্মগেটের ভাড়া ৪০ টাকা। মিরপুর-১০ থেকে ফার্মগেট ৩০ টাকা।

ঢাকায় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। সড়কপথে মিরপুর-১০ থেকে ফার্মগেটের দূরত্ব ৬ দশমিক ৭ কিলোমিটার। ভাড়া ১৬ টাকা। একই দূরত্বে মেট্রোরেলে ভাড়া ৩০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *