সাজা এড়াতে ৩৪ বছর পলাতক, অবশেষে র‌্যাবের হাতে ধরা

নাটোরের গুরুদাসপুর থানায় আক্রমণ করে দায়িত্বরত পুলিশ কনস্টেবল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ৩৪ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন গ্রেফতারের ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি গুরুদাসপুর থানায় চরমপন্থিদের আক্রমণ হয়। তারা থানায় লুটপাট চালিয়ে কনস্টেবল হাবিবুর রহমানকে হত্যা করে। এই মামলায় সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম ৩৪ বছর পলাতক ছিলেন।

সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর এলাকায়। ওই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলার পর ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। ১৯৯০ সালে মামলার চার্জশিট দেওয়া হয়। আদালত সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর জামিন নিয়ে ৩৪ বছর যাবত পলাতক ছিলেন সাইফুল।

ওসি জানান, সাইফুলসহ ৩০ আসামি পলাতক ছিলেন। এই মামলায় আরও ২৯ জন পলাতক রয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *