পৌর বিএনপির সভাপতি পদে ১ ভোট পেয়েছেন বেবি
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবিনা ইয়াসমিন বেবি পৌর বিএনপির এবারের সম্মেলনে সভাপতি পদে (ছাতা মার্কা) প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ১ ভোট পেয়েছেন। এ খবরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ২০২১ সালে সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে সাবিনা ইয়াসমিন বেবি মেয়র পদে ধানের শীষ প্রতীক পেয়েছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জামানত হারিয়েছিলেন। বেবি ওই পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মরহুম টিপু সুলতানের দ্বিতীয় স্ত্রী।
শনিবার বিকালে অনুষ্ঠিত সারিয়াকান্দি পৌর বিএনপির সম্মেলনে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে শাহাদত হোসেন সনি (দেওয়াল ঘড়ি) ১৪৭ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম আমিরুল মোমিন পিন্টু (মই মার্কা) পেয়েছেন ১৪৩ ভোট। অপরপ্রার্থী মাহবুবুর রহমান রুস্তম পেয়েছেন ১০২ ভোট ও সাবিনা ইয়াসমিন বেবি পেয়েছেন মাত্র ১ ভোট।
এ প্রসঙ্গে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম বাদশা জানান, ধানের শীষের সাবেক মেয়র প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবি পৌর বিএনপির সভাপতি পদে মাত্র একটি ভোট পেয়েছেন। অর্থাৎ কেউ তাকে ভোট দেয়নি। তিনি শুধু নিজেকে নিজেই ভোট দিয়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।
পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা জানান, এহেন ঘটনায় দলের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়েছে।
দীর্ঘ ২০ বছর পর গত শনিবার বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেম যমুনার ঘাটে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।