কারাগারে বাবুল আক্তারের কক্ষে ওসির তল্লাশি

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ফেনী জেলা কারাগারের রুমে শনিবার তল্লাশি চালিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন। তবে তার কক্ষে কিছুই পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলানা মুরাদ।

তিনি জানান, তাকে মানসিক চাপে রাখতেই এ ধরনের কাজ করা হচ্ছে।

কারাগারের অভ্যন্তরে একজন পুলিশ কর্মকর্তা প্রবেশ করে কিভাবে একজন হাজতির কক্ষে তল্লাশি চালান তা বিস্ময়কর।

তবে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন কারাগারে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও বাবুল আক্তারের কক্ষে যাবার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ডাকাতি মামলার আসামির সঙ্গে কথা বলতে তিনি কারাগারে গিয়েছেন।

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ মোবাইল ফোনে জানান, ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন ফেনী কারাগারে ঢুকে কারাভ্যন্তরে বাবুল আক্তারের কক্ষে গিয়ে তল্লাশি করেন।

তিনি বলেন, কারাগারের ক্লোজড সার্কিট ক্যামেরা চেক করলে ওসির কারাগারে প্রবেশের বিষয়টির সত্যতা পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।

ফেনী জেলা সুপার মো. আনোয়ারুল করীম যুগান্তরকে বলেন, ফেনী কারাগারে ঢুকে কারাভ্যন্তরে বাবুল আক্তারের কক্ষে গিয়ে তল্লাশি চালিয়েছে অভিযোগটি সত্য নয়। কারাগারে কারা পুলিশ ছাড়া অন্যদের প্রবেশের কোনো নিয়ম নেই। পুলিশ নিয়মিত কারাগার থেকে আসামি নিয়ে যান এবং দিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *