ক্ষমা চাইলেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব

হার দিয়ে আসর শুরু করা দল শ্রীলংকা শিরোপাই জিতে নিল।

দুবাইয়ে রবিবাসরীয় ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতল শ্রীলংকা।

ম্যাচে একটা সময় জয়ের পাল্লা পাকিস্তানের দিকেও ঝুঁকেছিল। কিন্তু বেশ কয়েকটি ক্যাচ মিসে ম্যাচটাই হাতছাড়া হয়ে গেল তাদের।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি ক্যাচ মিস করে ভানুকা রাজাপাকসেকে দুবার জীবন দেন শাদাব খান। আর সেই রাজাপাকসে শেষ পর্যন্ত ৪৫ বলে ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন।

৫৮ রানে ৫ উইকেট হারিয়ে দিশাহারা শ্রীলংকার রাজাপাকসের ব্যাটেই ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। যে লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে যায় পাকিস্তানের জন্য।

বিশ্লেষকদের মতে, শাদাবের সেই দুটি ক্যাচ মিসেই ফাইনাল হেরে গেছে পাকিস্তান।

বিষয়টি ম্যাচ শেষে নিজেই স্বীকার করে নেন শাদাব খান। তিনিও মনে করেন, তার জন্যই ম্যাচটি জিততে পারেনি পাকিস্তান। সে জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান তিনি।

টুইটারে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে শাদাব লিখেছেন, ‘ক্যাচ ম্যাচ জেতায়। ক্ষমা চাইছি— আমি এই হারের দায় মাথা পেতে নিলাম। আমি আমার দলকে বিপদে ফেলেছি।’

এ স্পিন অলরাউন্ডার বলেন, ‘তার পরও নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজসহ পুরো দলের বোলিং আক্রমণ দারুণ ছিল। দলের জন্য এটি ইতিবাচক। মোহাম্মদ রিজওয়ানও লড়াই করেছেন। পুরো দল তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। শ্রীলংকাকে অভিনন্দন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *