ফখর, খুশদিল, আসিফরা বাদ পড়তে পারেন
এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি পাকিস্তানের চার তারকা ব্যাটসম্যান বাবর আজম, ফখর জামান, খুশদিল শাহ ও আসিফ আলি।
দলের এই চার তারকা ব্যাটসম্যানের বাজে পারফরম্যান্সের কারণে বোলিং নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেও শেষপর্যন্ত এশিয়া কাপ নিয়ে বাড়ি ফিরতে পারেনি পাকিস্তান।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় দল ঘোষণা করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির। কিন্তু এশিয়া কাপের ফাইনালে হারের পর তাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়।
মুলতানে চলমান জাতীয় টি-টোয়েন্টি চলাকালীন, প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম তার সহ-নির্বাচকদের সাথে বসে ফাইনাল ম্যাচ দেখেছিলেন এবং ফখর জামান, খুশদিল শাহ, আসিফ আলিসহ কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাতেই অনুমেয় বিশ্বকাপে বাদ পড়তে পারেন এসব তারকা ক্রিকেটার।
সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম