‘বিএনপি তিনশ’ আসনে যোগ্য প্রার্থী দেয়ার ক্ষমতা রাখে না’
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, বিএনপি সারাদেশে তিনশত আসনে তিনশ’ যোগ্য প্রার্থী পাবে না। আগামী সংসদ নির্বাচন হবে তাতে হয়তো বিএনপি কয়েকটি আসন পাবে।
বিএনপি যদি তালিকা করে তাহলে ৩শ’ সিটে নমিনেশনই দিতে পারবে না।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আমাদের শিবচরে কাকে দিবে ? তারা যাকে দিবে তার সাথে আমাদের কোন প্রতিযোগিতা হবে? এইরকম প্রার্থী ৩শ’ আসনে ৬শ’ দিতে পারবে। কিন্তু তিনশ’ আসনে যোগ্য প্রার্থী দেবার ক্ষমতা তারা রাখে না। প্রধানমন্ত্রীর জন্য তারা ভাড়া করে নেতা জোগাড় করতে পারে। কিন্তু শেখ হাসিনার মতো যোগ্য প্রধানমন্ত্রী বাংলাদেশে আর নাই।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, বিএনপি যত ষড়যন্ত্রই করুক ইনশাল্লাহ্ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। কারণ শেখ হাসিনা সরকার করোনার মধ্যে যেভাবে বিনামূল্যে টিকা, স্বাস্থ্যসেবা ও খাদ্য দিয়ে আমাদের বাঁচিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে যে অবস্থা, বিভিন্ন ধরনের সংকট তিনি যেভাবে মোকাবেলা করছেন শেখ হাসিনার বিকল্পইতো বাংলাদেশে আর কেউ নাই।
সভায় মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুনির চৌধুরীর জন্য ভোট চান নেতৃবৃন্দ। এছাড়াও জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী ও উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশাকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে সমর্থন দেয়া হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকটি শূন্য পদ পূরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লার সভাপতিত্বে বর্ধিত সভায় সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম।