জাহাঙ্গীরের আ. লীগে ফিরে আসার প্রক্রিয়া শুরু
গাজীপুর সিটি কর্পোরেশনের বহিস্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগে ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির বৈঠকে হিসেবে এই বিষয়টি আলোচনা হয়। তবে আওয়ামী লীগে ফিরে আসলে তাকে কোনো পদ দেওয়া হবে না বলে এক ধরনের মতামত ব্যক্ত করা হয়।
ইতোমধ্যে জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে শাস্তি প্রত্যাহারের জন্য আওয়ামী লীগের কাছে আবেদন করেছেন। সম্প্রতি তিনি ঢাকা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাথে তার বাসায় দেখা করেন। এর মধ্যে দিয়ে জাহাঙ্গীরের ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।