বাংলাদেশে মিয়ানমারের ভয়াবহ হামলাঃ নিহত ১, আহত ৩

বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও মর্টারশেল এসে পড়েছে। মর্টারশেল বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন এক রোহিঙ্গা শিশুসহ তিনজন।

বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।

এর আগে গত ২৮ আগস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু উত্তরপাড়ার কাছে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল এসে পড়ে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই দিন শান্ত থাকার পর গত ৩ সেপ্টেম্বর মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া গোলা এসে পড়ে বাংলাদেশ সীমান্তে। এরপর আবারও কড়া প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের তরফ থেকে। এরপর আবার গতকাল মর্টারশেল নিক্ষেপের ঘটনা ঘটল।

স্থানীয়রা জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে এসে পড়ে মর্টারশেলটি। মর্টারশেল বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। সীমান্তের ওপারের গোলাগুলিতে এ-পারে এক রোহিঙ্গা শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘুমধুমের কোনারপাড়ার শাহ আলমের বাড়ির পাশের বাঁশঝাড়ে একটি গুলি এসে পড়েছে। কোনারপাড়া এলাকা থেকে লোকজন পালাতে শুরু করেছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাত সাড়ে ৮টার দিকে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুপলা ধর জানান, সন্ধ্যার পর থেকে সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। মর্টারশেল নিক্ষেপ করা হচ্ছে প্রতি মিনিটে কমপক্ষে ৮-১০টা করে।

রাতে একটি মর্টারশেল বিস্ফোরণে বাংলাদেশের ভেতর তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, ঘটনার পর ওই এলাকায় বিজিবি কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *