‘নিশিরাতের সরকারকে পদত্যাগ করতে হবে’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নেতাকর্মীদের গুলি করে হত্যা ও হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। গতকাল অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারী ও হামলাকারীদের বিচার দাবি করা হয়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়। একইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনে দুর্ভোগ, নৈরাজ্যের জন্য সরকারকে ব্যর্থ দাবি করে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
বাগেরহাট প্রতিনিধি জানান,
বাগেরহাট জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সকালে বিক্ষোভ মিছিল শেষে থানার মোড়ে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসূল তরফদার নেওয়াজ, তাঁতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমানসহ নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান,
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল হক, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপি’র সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী শহীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, যুবদল নেতা শাহনেওয়াজ মজুমদার, মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদল নেতা কামরুল হাসান, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী রকিব, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাছুম, উপজেলা যুবদল নেতা ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক অনিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবীদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান,
গতকাল দুপুরে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আ০হ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক (সাবেক কেন্দ্রীয় সংসদের ছাত্রদল নেতা) মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আসাদুল হক মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, জুলফিকার হায়দার টিপু, উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামছু প্রমুখ।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান,
নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাখ্যান করে খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, কোনো রোডম্যাপে কাজ হবে না। ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার আগে এই অবৈধ ফ্যাসিবাদী নিশিরাতের সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের রক্তে সারা দেশ রঞ্জিত। প্রয়োজনে আরও রক্ত দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ, আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা এবং সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে গতকাল খুলনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মো. তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, এডভোকেট কানিজ ফাতেমা আমিন, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুর রহমান।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান,
মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায় গতকাল দুপুরে জেলা শহরের মডেল হাইস্কুল মোড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক নুশরাত উল ইসলাম জ্যাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক শুভ প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান,
গতকাল বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি’র বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, সদর থানা বিএনপি সভাপতি এডভোকেট কামার আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, শাহজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু ও এনামুল হক মুকুল প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান,
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠন গতকাল দুপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা বিএনপি সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক উত্তর জেলা বিএনপির সদস্য একেএম হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক উত্তর জেলা বিএনপি’র সদস্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
নেত্রকোনা প্রতিনিধি জানান,
গতকাল সকাল ৯টায় নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা বিএনপি’র সদস্য মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি সামছুল হুদা শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পটুয়াখালী প্রতিনিধি জানান,
পটুয়াখালীতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সকাল ৯টায় কলেজ রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপি’র সদস্য মোফাজ্জেল আলী খান দুলাল, মো. দেলোয়ার হোসেন খান নান্নু, এডভোকেট মুজিবুর রহমান টোটন, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি’র সভাপতি কাজী মাহাবুব, পৌর শাখা বিএনপি’র সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।