কংগ্রেসের পথে প্রশান্ত কিশোর, ২০২৪-এর লড়াইয়ের ব্লু প্রিন্ট জমা দিলেন সোনিয়ার হাতে

ভোট স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোর এবার কংগ্রেসের পথে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে শক্ত জমির ওপর দাঁড় করানোর পর এবার তিনি সক্রিয় রাজনীতিতে আসতে চান এবং কংগ্রেসই তার প্রথম পছন্দ।

১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনে একটি বৈঠকে সোনিয়ার হাতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়ার ব্লু প্রিন্ট তিনি তুলে দেন। জানান, কোনো কিছু পাওয়ার আশা না করেই তিনি কংগ্রেসে যোগ দিতে চান।

শুধু তার নকশায় যেন ২০২৪-এর লড়াইটি হয়- এটাই তার কামনা। ওই বৈঠকে সোনিয়া ছাড়াও রাহুল গান্ধী ও কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খার্গে উপস্থিত ছিলেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদককে বেনুগোপাল সাংবাদিকদের জানান, কিশোর কংগ্রেসে যোগ দেবেন কিনা সাত দিনের মধ্যে তা জানা যাবে। উল্লেখ্য, ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোর এর আগেও কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *