জাতীয় পার্টির ইফতার ঘিরে কৌতূহল
আসছে ২৩শে এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করছে জাতীয় পার্টি। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে হবে এ ইফতার পার্টি। কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টিতে দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা আমন্ত্রণ পেয়েছেন এই ইফতার পার্টিতে। তাই এই ইফতার পার্টি ঘিরে দেখা দিয়েছে কৌতূহল। এতে আওয়ামী লীগ, বিএনপিসহ প্রায় সব দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে বিরোধী জোটের সব দলের নেতারা আমন্ত্রণ পাওয়ায় চলছে নানা আলোচনা। আমন্ত্রণ পাওয়া নেতাদের অনেকে ইফতার পার্টিতে অংশ নেবেন বলে জানিয়েছেন।
ইফতার পার্টিতে বিরোধী নেতাদের মধ্যে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, দুই এমপি হারুনুর রশীদ, রুমিন ফারহানা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনা?রেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব,
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিব?রিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের চেয়ারম্যান জে?বেল রহমান গা?নি,
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনা?য়েদ সাকিকে আমন্ত্রণ জানানো হবে বলে জাপা সূত্র জানিয়েছে। এছাড়া সুজন সম্পাদক ড. ব?দিউল আলম মজুমদারসহ বিশিষ্টজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ইফতার পার্টিতে।
ইফতার পার্টির বিষয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মজিবুল হক চুন্নু মানবজমিনকে বলেন, এটা কূটনীতিকদের সম্মানে হলেও এখানে কিছু রাজনৈতিক দলের নেতাদেরও দাওয়াত দেয়া হবে। প্রতি বছরই আমরা এটা করে থাকি।
যদিও করোনার কারণে গত কয়েক বছর ইফতারের কোনো প্রোগ্রাম করা সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা শুধুই ইফতার পার্টি। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি কোনো দাওয়াতপত্র পাইনি। আর এবার কিছুটা অসুস্থতার কারণে ইফতারির সব প্রোগ্রামে অংশ নিচ্ছি না।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় পার্টির ইফতারের দাওয়াতপত্র পেয়েছি। ওইদিন আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে তাই যেতে পারবো না হয়তো।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যদিও এই সংসদকে আমরা অবৈধ সংসদ বলে থাকি বা আমরা মনে করি জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি গত সংসদ নির্বাচনে।
সেই দিক থেকে বিরোধী দল হিসেবে আমরা তাদের (জাতীয় পার্টি) স্বীকার করি না। কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের আমরা সম্মান করি। আমাদের দাওয়াত দেয়া হয়েছে তাই তাদের ধন্যবাদ জানাই এবং বিষয়টি আমরা ইতিবাচক হিসেবেই মনে করি।