‘একটা ছেলেকে দুইজন বিয়ে করে নিলে ওরা একসাথে সংসার করতে পারতো’

টাঙ্গাইলের এক স্কুলছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় নোয়াখালীর এক তরুণীর। সেখান থেকেই তাদের প্রেম। প্রেমের টানে সোমবার দুপুরে নোয়াখালী থেকে টাঙ্গাইল চলে এসেছেন সেই তরুণী। এই নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। নানা ধরনের কমেন্টে মেতেছেন নেটিজেনরা।

MI Zazafee বলেছেন, যে দুটো মেয়ে পরস্পর ভালোবেসে আজীবন একসাথে থাকতে চেয়েছিল তাদের বিচ্ছেদ করিয়ে দেওয়া হয়েছে। তারা কেদেকেটে অস্থির। আমার এক বন্ধু এ নিয়ে আক্ষেপ করে বললো ইস ওরা দুজন যদি আমার (ওই বন্ধুর সাথে) সাথে যোগাযোগ করতো তবে ওরা আজীবন একসাথে থাকতে পারতো। শুধু আমাকে (ওই বন্ধুকে) দর্শক হিসেবে রাখলেই হতো । একটা বাসা ভাড়া নিয়ে তিনজন থাকতো। ওই দুটো মেয়ে আর আমার ওই বন্ধু!

Momena Akter বলেছেন, আর বেশি দেরি নাই 🤲। কোনো আলামত ই বাদ নাই।

খুব তাড়াতাড়ি হবে,যার অন্যতম নিদর্শন এখন চোখের সামনেই। সমকামিতার জন্য আল্লাহ তায়া’লা হযরত লুত আঃ এর সম্প্রদায় কে ভুমিকম্প দিয়ে ধংস করে দিয়েছিলেন। এটা কোনো হাস্যকর সংবাদ না। বরং আমাদের ভয় পাওয়া উচিত। আল্লাহ হেফাজত করুন। আমীন

Bilkis Nahar বলেছেন, এমনটা আমিও ভাবছিলাম একটা ছেলেকে দুইজন বিয়ে করে নিলে ওরা একসাথে সংসার করতে পারতো😬 🤣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *