ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ‘দুটি বিষয়ে’ কথা বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
figure style=”display: none;”>

সোমবার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

মস্কো জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে অবহিত করেছেন রুশ প্রেসিডেন্ট।
figure style=”display: none;”>

রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কতদূর এগিয়েছে এ বিষয়টি নিয়েও মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হয়েছে পুতিনের।

তাছাড়া মাহমুদ আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।
figure style=”display: none;”>

এ দুই নেতা ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার বিষয়ে কথা বলেছেন।

এদিকে পুতিন ও মাহমুদ আব্বাস এমন সময় কথা বললেন যখন মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ব্যপক ধ্বংসজজ্ঞ চালিয়েছে অবৈধ ইহুদি দখলদার বাহিনী।
figure style=”display: none;”>

গত শুক্রবার ইসরাইলের দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে আল আকসা মসজিদের কম্পাউন্ডে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হন।

আল আকসায় এ আক্রমণের কারণে ফিলিস্তিন ও অবৈধ দখলকার ইসরাইলের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।
figure style=”display: none;”>

গণমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছেন, আল আকসায় স্বাধীনভাবে মুসল্লিদের ইবাদত করার ক্ষেত্রে যে বাঁধা ইসরাইল দিচ্ছে এটির তীব্র বিরোধীতা করেন তিনি।
figure style=”display: none;”>

তাছাড়া পুতিন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে সকল প্রকার রাজনৈতিক সহায়তা অব্যহত রাখবেন।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *