মুসলিমদের দ্বিতীয় বিয়ে নিয়ে এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়

মুসলিম ধর্মে পুরুষের একাধিক বিয়ে বৈধ। কিন্তু দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীর স্বামীর সঙ্গে থাকা বাধ্যতামূলক নয়। এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে কেন্দ্র করে দেশজুড়ে হইচই শুরু হয়ে গেছে।

বিচারপতি সূর্যপ্রকাশ ও রাজেন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুসলমানদের দ্বিতীয় বিবাহের পর প্রথম স্ত্রী যদি একসঙ্গে সংসার না করতে চান তাহলে তা অপরাধ বলে বিবেচিত হবে না। জনৈক আজিজুর রহমান ও হামদুন্নিশার বিচ্ছেদের মামলায় ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

১৯৯৯ সালে বিয়ে হয়েছিল দুজনের। বাইশ বছর একসঙ্গে সংসার করার পর আজিজুর দ্বিতীয় বিবাহ করে। হামদুন্নিশাকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতে বাধ্য করে আজিজুর। এরপরেই বিচ্ছেদের মামলা আনে হামদুন্নিশা। আদালত এই মামলার রায় দিয়ে বলে দ্বিতীয় বিবাহের পর প্রথম স্ত্রী স্বামীর সঙ্গে নাও বসবাস করতে পারে।

ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারা এক্ষেত্রে প্রযুক্ত হবে না বলে আদালত জানায়। এছাড়াও ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কোরআন অনুমতি দিয়েছে বলেই মুসলমানদের দ্বিতীয় বিবাহ করার আগে ভাবা উচিত প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *