রাশিয়ার কাঠগড়ায় জাতিসংঘ মহাসচিব!

ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনও ধরনে যোগাযোগের চেষ্টাই করেননি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার মস্কো এমন অভিযোগ করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘কেউ কোন যোগাযোগ করেনি। এমনকি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার মিশনের সাথেও কোনও যোগাযোগ করা হয়নি। কেউ পররাষ্ট্রমন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করেনি।

ইউক্রেনে সেনা অভিযানের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদও বিশেষ বৈঠক ডেকেছে।

এই কথায় ইউক্রেন যুদ্ধ থামাতে জাতিসংঘ কোনও কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেনি, তেমনটাই হয়তো বোঝাতে চেয়েছে মস্কো।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *