‘এই সংস‌দের মেয়াদ আ‌রো ১০ বছর বৃ‌দ্ধি করা হোক’

ড. ফরাসউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ইসির সাথে সংলাপে গিয়ে জাতীয় নির্বাচনের আগে সংসদ অকার্যকর করে রাখার বিষয়ে প্রস্তাব দিয়েছেন। খবরটি ফেসবুক পেজে প্রচারিত হলে নানা ধরনের মন্তব্যে মেতে উঠেন নেটিজেনরা।

Moshiur Rahman বলেন, এই সংস‌দের মেয়াদ আ‌রো ১০ বছর বৃ‌দ্ধি করা হোক।

তাঁর জবাবে Ahsanul Karim বলেন, Moshiur Rahman নিশি রাতের এম পি ( ভোট চোর)দের মেয়াদ আজীবন করাই শ্রেয়!
জবাবে Moshiur Rahman বলেন, Ahsanul Karim পাঁচ বছর পরপর এ যন্ত্রণা আর ভাল লা‌গে না।

এইচ এম ইউছুপ বলেন, নির্বাচনের দরকার কি সাংসদের মিয়াদ
২০৪১ সাল পর্যন্ত দলিল করে দিলে শেষ।

Rafiqul Islam বলেন, শুধু শুধু নির্বাচনী নাটক করে সাধারণ মানুষ কে মামলার পাল্লা ভারী করে লাভ কি? সংসদে আজীবনের আইন পাশ করলে তো হয়!!

Mohammed Amdad Ullah বলেন, কে করবে সংসদ বাতিল কার আছে এত হিম্মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *