ব্যবসায়ীদের ইট-পাটকেলে মাটিতে লুটিয়ে পড়লেন কয়েকজন নারী শিক্ষক
সংঘর্ষের বিষয়ে মীমাংসা করার জন্য আজ দুপুরের দিকে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
তবে শিক্ষকদের প্রতিনিধি দল দেখে ব্যবসায়ীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন এবং তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে শিক্ষকরা ঘটনাস্থল থেকে ক্যাম্পাসের ভেতরে চলে যান। তখন কয়েকজন নারীর শিক্ষককে মাটিতে পড়ে যেতে দেখা যায়।
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বলেছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষ থামাতে এসে শিক্ষকরাও আক্রমণের শিকার হয়েছেন।
আমরা সকাল থেকেই শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করছি। আমাদের শিক্ষকরা ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছেন। কিন্তু বিভিন্ন বাসার ছাদ থেকে শিক্ষকদের ওপর আক্রমণ করা হচ্ছে।’
রাজধানীতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ইতোমধ্যে ৮ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।
আহত ২২ জনকে বেলা ১১ টার দিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৫), মো. সেলিম মিয়া (৪০), মো. রাজু (১৮), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল(১৫), মো. রাহাত (১৯) ও মো. আলী (২২)।
বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ