শেখ হাসিনা বললেন ‘ভাগো’

দলের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে দেশের জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার দাবি জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’

এ সময় রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’

শনিবার বিকাল ৩টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে বিভিন্ন বিভাগের একজন করে নেতা বক্তব্য দেন।

এ সময় ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলার সভাপতি বাকী বিল্লাহ বক্তব্য দিতে গিয়ে দেশের মুদ্রায় শেখ হাসিনার ছবি রাখার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *