কুমির সেজে কুমিরের পা ধরে টানাটানি!
একজন মানুষ তার শখ পূরণ করতে কতটা ঝুঁকি নিতে পারে, কে বলবে একটা শখ পূরণ করতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়া যায়! এর জবাব হলো ভারতের নরেন্দ্র সিংয়ের এ ভিডিও।
তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে এক ব্যক্তি কুমির সেজে এক কুমিরের পা ধরে টানাটানি করছেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নরেন্দ্র সিং তার টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে, একটি কুমিরের পোশাক পরা একজন ব্যক্তি একটি কুমিরের পাশে শুয়ে আছে এবং তার পা ধরে টানছে।
কুমিরটি নদী থেকে বেরিয়ে এসে রোদ পোহাচ্ছিল। সেটি নড়াচড়াও করছিল না। ১০ সেকেন্ডের ভিডিওতে লোকটিকে এমন একটি পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে যাতে তাকে কুমিরের মতো দেখায়। এই পোশাক পরে তিনি কুমিরের পাশে শুয়ে পড়লেন। এরপর তিনি কুমিরের পা ধরে টানাটানি করছেন। কুমিরের পা একবার নয়, একাধিকবার টেনেছেন তিনি। তবে এতে কোনো হেলদোল দেখা যায়নি কুমিরটির মধ্যে।
कौन सा नशा किए थे…#crocodile #Viral #TrendingNow pic.twitter.com/VHTMF56ope
— Narendra Singh (@NarendraNeer007) December 8, 2022