পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে গুরু দায়িত্ব সামলাবেন আফ্রিদি।

নির্বাচক প্যানেলের বাকি সদস্যরা হলেন- আব্দুল রাজ্জাক, রাও ইফতিখার আনজুম। ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন রশিদ পালন করবেন কনভেইনারের দায়িত্ব।

পিসিবির নয়া চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নিবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’

‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে মডার্ন ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’

নয়া দায়িত্ব পেয়ে খুশি শহীদ আফ্রিদি বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দিব।’

‘আমি দ্রুতই একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *