বিএনপির জাতীয় সরকারের পক্ষে জনগণের ব্যাপক সাড়া!
বিএনপি বলেছে, নির্বাচনে জিতলে তারা জাতীয় সরকার গঠন করবে। আপনি কি এ রাজনৈতিক ব্যবস্থাকে ইতিবাচক মনে করেন? শিরোনামে একটি সংবাদ প্রচোরিত হয় দিগন্তের ফেসবুক পেজে। রিপোর্টটি লেখা পর্যন্ত সেখানে তিন হাজারের অধিক মানুষ মন্তব্য করে যার অধিকাংশই এই প্রস্তাবিত রাজনৈতিক ব্যবস্থাকে স্বাগত জানিয়ে। অধিকাংশ মানুষই বর্তমান ব্যবস্থার পরিবর্তন চায়।
Mohammad Shobuj বলেছেন, বর্তমান সরকার দেশের যে বারোটা বাজিয়েছে সব প্রতিষ্ঠানে এবং অর্থনৈতিক সেক্টরে,তা বিএনপির পক্ষে একা সমাধান করা সম্ভব হবে না তাই দেশের গনতান্ত্রিক দল গুলো কে একত্রিত করে একটি জাতীয় সরকার গঠন করে সুষ্ঠ ও পরিকল্পিত ভাবে দেশ পরিচালনা করাই বিএনপির মূল লক্ষ্য,কারন বিএনপি– ব্যক্তির চেয়ে দল বড়-দলের চেয়ে দেশ বড় নীতিতে বিশ্বাসী।
Abul Kalam Azad বলেছেন, অবশ্যই এটা ভাল কথা৷ জাতীয় সরকার দেশের জন্য কল্যানকর হবে কারন এখানে মেধা সম্পন্ন লোক আসবে। তবে লোক দেখানোতে বিশ্বাষি নই। রাজনৈতিক দলের বাহিরে থেকেও আনতে হবে৷
Jasim Uddin বলেছেন, মুল কথা হলো, একটা ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ যোগ্য এবং এটাই হওয়া উচিত।
Alkarim Karim বলেছেন, আমার মনে হয় ১০০% মানুষের ভিতরে ৯০% মানুষ এখন ইয়েস বলবে তার কারণ সকালের একটা দাবী বতমান সরকারকে বিদায় দেওয়া। তার জন্য বিএনপির যে কোন সিদ্ধান্ত ইনশাআল্লাহ জনগণ মেনে নিবে।
Farhad Fares বলেছেন, জাতীয় সরকার গঠন করবে আমি মনে করি এটা একটা ভালো সুন্দর কথা বলেছে
Mofizul Islam বলেছেন, দেশ স্বাধীনের পর যা দরকার ছিল, আজ পঞ্চাশ বছর পর বি এন পি সেই প্রয়োজনীয় প্রস্তাব এনেছে। বর্তমান সময়ে দেশ যে অবস্তায় সবার সম্মিলিত অংশ গ্রহণ ছাড়া এই দুর্যোগ কাটানো সম্ভব নয়।
Shiful Islam বলেছেন, হ্যাঁ। কারণ বর্তমানে দেশ এমন ধ্বংসের দ্বারপ্রান্তে সেখান থেকে বিএনপি এককভাবে ক্ষমতা গেলেও টিকতে পারবে না সবদিক থেকে জজরিত নাজুক দেশটা পরিচালনা করতে পারবে না সহজে সংকটে পড়ে।। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে জাতীয় সরকার ছাড়া ঘুরে দাড়ানো সম্ভব হবে না.সকল সেক্টর বিশৃঙ্খল অবস্থানে থাকায়।
স্বপ্ন বাজ বলেছেন, অনেকের অনেক প্রতিশ্রুতি দেখেছি এখন বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে সাধারণ জনগণের তাদেরকে সমর্থন করা উচিত বলে আমি মনেকরি কারণ গত ১৪ বছরে অনেক কীছুই জনগণ দেখেছে কে কতটা প্রতিশ্রুতিবদ্ধ
Ayub Mahmud বলেছেন, কি বানানো হচ্ছে সেটা পরের বিষয়। নীতি বান, মূল্যবোধ আছে, সৎ মানুষ দিয়ে বর্তমান সিস্টেমেও অনেক ভালো কাজ সম্ভব। যেভাবেই হোক টাকা কামাতে হবে, সম্পদ বাড়াতে হবে, স্বজনপ্রীতি করতে হবে, আরো যা যা আছে সব। নিজের বুঝটা ঠিক করার পর সুযোগ বা দায়ে পড়ে জনগণের স্বার্থ। এর বাইরে কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কাজেই পরিবর্তন পজিটিভ হবে এটা নিরপেক্ষ কেউ ভাবে না।
Rasel Hossain বলেছেন, বিএনপি আগে জিতে আসুক তার পরে চিন্তা-ভাবনা করে বলা যাবে কারণ বিএনপি অতীতেও বাংলাদেশের ক্ষমতায় ছিল। নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলত কিন্তু নির্বাচিত হওয়ার পর বেমালুম ভুলে যেত সেই বি এন পি জাতীয় সরকার নামক একটা প্রস্তাব রাখবে কিংবা বাস্তবায়ন করবে সেটা এই মুহূর্তে একজন সাধারণ ভোটার বাঙালি হিসেবে বিশ্বাস করা খুবই কঠিন ।